আন্তর্জাতিক ভাবে সন্ত্রাস নির্মুল করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে …………….. ড. মিজানুর রহমান
বাগেরহাট প্রতিনিধি: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাস নির্মুল করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা কখনও কোন ভাবেই সন্ত্রাসবাদের কাছে মাথা নত করবো না। সোমবার দুপুরে বাগেরহাটের কচুয়া উপজেলার পালপাড়া গ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত পুলিশ কর্মকর্তা ইব্রাহীম মোল্লার বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, যখন দেশে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের দন্ড কার্যকর হওয়া প্রায় আসন্ন এই রকম একটি সময়কে বেছে নেয়া হয়েছে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং সাধারন মানুষের প্রতি ভীতি সৃষ্টি করার জন্য। এ দুটিকে বিচ্ছিন্ন হিসাবে দেখলে চলবে না। আমার মনে হয় এ গুলোর মধ্যে অর্ন্তনিহিত সম্পর্ক রয়েছে।এ জন্য সরকারকে আরও বেশি সচেতন হতে হবে। দুপুর ১২ টায় নিহত ইব্রাহীম মোল্লার বাড়িতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান পৌঁছাবার পর মরহুমের কবর জিয়ারত করেন। পরে তার পরিবারকে সান্তনা দেন। এ সময় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা দ্রুত প্রকৃত হত্যাকারীদের আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান, সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবগ