আত্রাইয়ে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে মানববন্ধন
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার আহসানগঞ্জ রেলওয়ে প্লাটফরমে এ মানববন্ধন কর্মসূচীতে নেতৃত্ব দেন আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের শত শত জনতা এ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। এদিকে মানববন্ধন কর্মসূচী চলাকালীন ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসলে জনতার দাবির মুখে আহসানগঞ্জ স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে যায়। এ সময় উপস্থিত জনতার উদ্যেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই এলাকা পরিচালক আজিজুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগের সাধরণ সম্পাদক সাজেদুল ইসলাম সেন্টু যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। এদিকে আত্রাইয়ের উপর দিয়ে প্রতিদিন দ্রুতযান এক্সপ্রেস, লালমণি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস ও নীলসাগর এক্স্রপ্রেস আন্তঃনগর ট্রেন ঢাকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মধ্যে চলাচল করলেও কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেস ছাড়া অন্য কোন ঢাকাগামী ট্রেনের বিরতি নেই। ফলে এলাকার হাজার হাজার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। জানা যায়, আহসানগঞ্জ স্টেশন হতে রেলের যে রাজস্ব আয় হয়। ঢাকাগামী সকল ট্রেনের স্টপেজ কার্যকর করলে রাজস্ব এ আয় অনেক গুণে বেড়ে যাবে। একই সাথে জনদুর্ভোগও লাঘব হবে।