আত্রাই প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন
মোঃ রুহুল আমিন আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফলক উন্মোচন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। আত্রাই উপজেলা পরিষদ নিউমার্কেটের ২য় তলায় (পশ্চিম) প্রেসক্লাবের জন্য বরাদ্দকৃত জায়গায় এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান, আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদ মল্লিক, সাধারণ সম্পাদক প্রভাষক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে এমপি ইসরাফিল আলম আত্রাই প্রেসক্লাবে একটি ল্যাপটপ প্রদান করেন। এর আগে তিনি উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা সহায়তার সার বীজ ও কৃষিপণ্য বিতরণ করেন। উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ড. এমএ আজিজ স্বাগত বক্তব্য রাখেন। ৪ হাজার ৮ শত ৫০জন কৃষকের মাঝে প্রতিজনকে ৩০ কেজি করে সার ও বীজ বিতরণ করা হয়।