দু’বিদেশী নাগরিক, ব্লগার, পীর হত্যকান্ডের ঘটনায় উদ্বিগ্ন সুইডেন সরকার- দর্শনায় বললেন সুইডেন রাষ্ট্রদূত জোহান্স ফাওসেল
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা সংবাদদাতা : সুইডেন রাষ্ট্রদূত জোহান্স ফাওসেল বলেছেন, সম্প্রতি বাংলাদেশে দু’বিদেশী নাগরিক, ব্লগার, পীর হত্যকান্ডের ঘটনায় উদ্বিগ্ন সুইডেন সরকার। এসব হত্যাকান্ডে বাংলাদেশে সরকারে নেয়া পদক্ষেপ সন্তোষজনক। তবে এদেশে সম্স্ত বিদেশীদের নিরাপত্তার ব্যাপারে সরকারকে আরে আন্তরিক হতে হবে।
বিশেষ করে দু’বিদেশী নাগরিক হত্যাকান্ডের ব্যাপারে তিনি আরো বলেন, এটি খুবই উদ্বেগজনক। কোন হত্যাকান্ডই সুইডেন সমর্থন করেনা। এ হত্যাকোন্ডের দ্রুত বিচার দেখতে চাই সুইডেন।
মঙ্গলবার বেলা দশটায় চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের ‘কমিউনিটি বেজড্ ক্লাইমেট এ্যাটাপটেশন প্রজেক্ট’ পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
এর আগে তিনি ওয়ে ফাউন্ডেশরে প্রধান কার্যালয়ে মতবিনিময় সভা করেন। এরপর দামুড়হুদা উপজেলার ডুগডুগি নামকস্থানে প্রজেক্ট পরিদর্শনে যান। এরপর ভারত সীমান্তের দর্শনা চেকপোস্ট পরিদর্শন করেন।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন সুইডিশ মিস কিজ্জা, প্রোগাম অফিসার রেহানা, দামুড়হুদা ইউএনও ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ।