চিতলমারীতে দুর্গা পূজায় আইন শৃংখলা বাহিনীর সাথে ন্যাশনালের ২৭০ জন যুব ও যুব মহিলা নিরাপত্তায় নিয়োজিত
মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী থেকে : বাগেরহাটের চিতলমারীর ১শ ৩৫টি দুর্গা পূজায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে ন্যাশনাল সার্ভিসের ২৭০ জন যুবক ও যুব মহিলাকে নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে। জানাগেছে, চিতলমারী উপজেলার ৭টি ইউনিয়নে ১৩৫টি পূজা মন্ডপে দুর্গা পূজায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বাড়তি নিরাপত্তার জন্য ২৭০ জন ন্যাশনাল সার্ভিসের যুব ও যুব মহিলাকে কাজ করার জন্য নিয়োজিত করা হয়েছে বিভিন্ন পূজা মন্ডপে। এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার ও ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সভাপতি মো: ফরিদ হোসেন জানান, বাড়তি নিরাপত্তার জন্য ন্যাশনাল সার্ভিসের কর্মরত যুব ও যুব মহিলাদেরকে নিরাপত্তার কাজে নিয়োজিত করা হয়েছে।