মতলব উত্তরে ইঁদুর নিধন অভিযান’১৫ উদ্বোধন
আরাফাত আল-আমিন : চাঁদপুরের মতলব উত্তরে কৃষি দপ্তর কর্তৃক ইঁদুর নিধন অভিযান-২০১৫ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম মজুমদার।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক একেএম গোলাম নবী খোকন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের মতলব উত্তর উপজেলা কমিটির সভাপতি ইসমাইল খান টিটু, সাংবাদিক মনিরুল ইসলাম মনির, প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশাসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দ।
ইঁদুর ফসলের কি কি ক্ষতি করে তা তুলে ধরে বক্তৃতা দেন কৃষি কর্মকতা। কিভাবে ইঁদুর নিধন করা যায়, ইঁদুর নিধনে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা, ইঁদুরের কারণে বিগত বছরের ক্ষতিগ্রস্থ বিষয়গুলোও তুলে ধরেন মোঃ আব্দুল কাইয়ুম মজুমদার। এরপর ৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর এক মাস ব্যাপী ইঁদুর নিধন অভিযান উদ্বোধন ঘোষনা করেন তিনি।