মোল্লাহাটে পুলিশি হস্তক্ষেপে গৃহ বন্ধি একটি পরিবার’র মুক্তি
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহাটে সন্তান ¯েœহের এক দম্পতিকে নিজেদের টাকায় বসতি ঘর করে দেয়ার পর তাদের প্রতাড়না ও জুলুম অত্যাচারের মাধ্যমে গৃহ বন্ধি’র শিকার হণ অত্যন্ত সহজ-সরল নিঃসন্তান এক দম্পতি। একাধারে ৩দিন গৃহ বন্ধি থাকার পর বিয়টি জানতে পেরে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ আবুসাঈদ মোঃ খায়রুল আনাম দ্রুত হস্থক্ষেপ’র মাধ্যমে মুক্ত করেন ওই দম্পতিকে। উপজেলার সরসপুর গ্রামে নির্লজ্জ ও ন্যাক্কার জনক ওই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সুত্রে প্রকাশ-উপজেলার সরসপুর গ্রামের মৃত জয়নাল শেখ’র ছেলে ইনছান শেখ প্রায় ৩০ বছর পূর্বে বিয়ে করলেও ওই দম্পতির কোন সন্তান হয়নি। নিঃসন্তান ইনছান শেখ অসীম পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা সহ সময়মত নামাজ পড়েন ও জনৈক পীর’র ভক্ত হওয়ায় মাঝে মধ্যে বাড়ীতে দোয়া এবং ঔরশের আয়োজন করেন। তার ওই অনুষ্ঠানে রান্নার কাজে সহযোগিতা করেন একই গ্রামের মৃত ফেনছু শেখ’র ছেলে জাহিদ শেখ। আর সে কারনে নিঃসন্তান দম্পতি জাহিদ দম্পতিকে বলেন তার পাশের জমিতে বসতি স্থাপন করতে। পাশের ওই জমির মালিক জাহিদ হলেও বাড়ী-ঘর করার টাকা না থাকায় আশা ভেস্তে যাওয়ার উপক্রম হয়। জাহিদ কে সন্তান তুল্য ভেবে তাকে ওই জমিতে অত্যন্ত সুন্দর একটি বসতি ঘর করে দেন ইনছান শেখ। একাধারে দীর্ঘ ৪ মাস ধরে সমুদয় টাকা (প্রায় দেড় লাখ) নিজে দিয়ে টিন ও কাঠের ওই ঘর তৈরি করেন নিঃসন্তান দম্পতি। পরে ওই বাড়ীতে বসবাস শুরু করেন জাহিদ দম্পতি। নিঃসন্তান ওই দম্পতির সঙ্গে প্রতাড়না/টাকা আতœসাত’র উদ্দেশ্যে অহেতুক ঝগড়া সৃষ্টি করে জাহিদ দম্পতি। এরই মাঝে স্থানীয় ভাবে একাধিকবার দেন-দরবার’র মাধ্যমে অল্প কিছু টাকা পরিশোধ করেছেন জাহিদ। আর ওই টাকা দেয়ার ক্ষোভে জাহিদর জমির ওপর দিয়ে নিঃসন্তান দম্পতির বাড়ী যতায়াতের একমাত্র পথ বন্ধ করে দেন জাহিদ দম্পতি। এছাড়া বাড়ী থেকে বের হলে কুপিয়ে হত্যা করার ঘোষণা দিয়ে ধারালো দা নিয়ে ওৎ পেতে থাকে জাহিদ দম্পতি। অবশেষে গত শনিবার বিকাল ৪টার দিকে থানা ওসি’র নির্দেশে পুলিশ গিয়ে ওই দম্পতিকে মুক্ত করে। ওই ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।