চিতলমারীতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

15.10.2015
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী সদর, হিজলা, শিবপুর, সন্তোষপুর ও চরবানিয়ারী ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল ১০ টায় রাজকীয় নেদারল্যান্ড দূতাবাসের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহযোগিতায় ও উত্তরণের বাস্তবায়নে সার্সটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এন্ড লিংকেজস (সফল) প্রকল্পের আয়োজনে “বিশ্ব হাত ধোয়া দিবস” উদযাপন করা হয়। শোভাযাত্রার র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় সভায় বক্তব্য রাখেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সফল প্রকল্পের নিউট্রিকন স্পেশালিষ্ট ডা: অতীশ কুমার বাছাড়, উত্তরণ সফল প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. তানভীর মাহমুদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. জাহিদ শিকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাঠ কর্মকর্তাগণ ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কমিউনিটি নিউট্রিশন ভলেন্টীয়ার কৃষক নেতা এবং উৎপাদনকারী দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *