এমপি লিটন জেল হাজতে মুক্তির দাবী করে সড়কে অবস্থান নেয়ায় নেতা কর্মীরা মার খেলেন পুলিশের

মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : শিশু সৌরভকে গুলি করে আহত করাসহ বাড়ি ভাংচুরের মামলায় এমপি লিটনকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল বৃস্পতিবার গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফ এমপি লিটনের জামিনের আবেদন এবং পুলিশের চাওয়া ৭ দিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। গত বুধবার রাতে এমপি লিটনকে তার বড় বোন জান্নাতুল আক্তারের ঢাকা উত্তরার বাসা থেকে গ্রেফতারের খবর বিভিন্ন মিডিয়ার প্রচার হওয়ায় তাৎক্ষনিকভাবে উসুক জনতা হোটেল ও চায়ের দোকানে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন। এদিকে বৃহস্পতিবার এমপি লিটনকে গাইবান্ধা আদালতে হাজির করার সংবাদ পেয়ে সুন্দরগঞ্জের কিছু আ’লীগ নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। তারা আদালত সংলগ্ন গাইবান্ধা-পলাশবাড়ি সকড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচলের ব্যাঘাত সৃষ্টি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বেধড়ক লাঠিপেটাসহ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে ১৭ জন নেতাকর্মী আহত হয় বলে সুন্দরগঞ্জ আ’লীগ নেতৃবৃন্দ জানান। আদালতে প্রবেশেও পুলিশ কড়াকড়ি অবস্থান নেয়। পুলিশের পিটুনি খেয়ে কিছু নেতাকর্মী বর্তমানে নিরব রয়েছেন। তবে এ ঘটনায় সুন্দরগঞ্জে কোন প্রকার মিছিল সমাবেশ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *