বাগাতিপাড়ায় জাতীয় কৃষক সমিতির মানব বন্ধন ও স্মারক লিপি প্রদান
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা জাতীয কৃষক সমিতির উদ্দ্যোগে ৭ দফা দাবি আদায়ের লক্ষে মানব বন্ধন ও স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেছেন । গত মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে মানব বন্ধন শেষে ৭ দফা দাবিতে কৃষক সমিতি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেন। স্মারক লিপিতে ৭ দফা দাবির মধ্যে বড়াল নদীর উপরে নির্মিত চারঘাট ¯¬ুইচ গেট প্রত্যাহার করে ব্রিজ নির্মান। বড়াল, মুসাখাঁ ,নারদ নদীর বিভিন্ন জায়গায় সকল বাঁধ অপসারনের মাধ্যমে নদীর নাব্যতা সৃষ্টিকরে নদীর পানি সকল ক্ষেত্রে ব্যবহার উপযোগী করা সহ সরকারী ফি অনুসারে জমি রেজিঃ , পাট,আখেঁর দাম বৃদ্ধি করা,ন্যায্যমূল্যে ধান-গম সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয়করা এবং কৃষকের কৃষি ঋণের সুদ কমনো ও তেল , গ্যাস,বিদ্যুৎ এর দাম কমানোর দাবি জানান । স্মারক লিপি প্রদান শেষে পথসভায় বক্তব্য রাখেন ইব্রাহিম খলিল সহ সভাপতি নাটোর জেলা জাতীয় কৃষক সমিতি , আব্দুল করিম, সভাপতি বাগাতিপাড়া উপজেলা জাতীয় কৃষক সমিতি,মিজানূর রহমান,মনজেল হোসেন ও তোসাদ্দেক সরকার ( তিতাস )।