দামুড়হুদায় আমন ব্রি-৬২ জাতের ধানের মাঠ দিবস॥

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর মাঠপাড়ার ঈদগা মাঠে ব্রি-৬২জাতের আমন ধানের মাঠ দিবস ও শষ্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকাল ৪টায় জয়রামপুর গ্রামের চাষী তাহাজ উদ্দীনের সভাপতিত্বে এই মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম,সিএফ বদরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, ব্রি ৬২ জাতের ধান সল্প সময়ে উৎপাদিত হয়ে থাকে এর জীবনকাল মাত্র ১শ” দিন । ধান কর্তনের পর ঐ জমিতে শরিষা, গম, মশুর,ভুট্টা আবাদ করা সম্ভব হয়। এই ধানে প্রচুর পরিমান জিংক থাকে এই ধানের ভাত খেলে মানব দেহে জিংক এর ঘাটতি পুরন হয়। সল্প সময়ের এই ধান বিঘা প্রতি ১৬- ১৭মন ফলন হয়ে থাকে। অনুষ্ঠানে শতাধিক কৃষক, কৃষাণী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কায়জার আলি পল্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *