কয়রায় ধান খেতে পোকার পরিমান ও ধরণ নির্নয়ে আলোর ফাঁদ

1কয়রা প্রতিনিধি : চলতি রোপা আমন মৌসুমে কয়রা উপজেলার বিভিন্ন ধান খেতে পোকার আক্রমনে ধরণ ও পরিমান নির্নয়ের জন্য আলোর ফাঁদের অভিযান চালানো হচ্ছে। উপজেলা কৃষি অফিস বিভিন্ন ইউনিয়নে আমন ধান খেতের পাশে সন্ধ্যার পর আলোর ফাঁদ পেতে পোকার পরিমান ও ধরণ নির্নয় করতে দেখা গেছে। রোববার আমাদী ইউনিয়নের উত্তর ক্ষেপনা গ্রামে বিলের পাশে এ ধরনের একটি অভিযান চালায়। এসময় উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইমরান হোসেন এবং এ.এস.পি.পি.ও আতিয়ার রহমান সহ সংশ্লিষ্ট ব্লকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা গন, সাংবাদিক, স্থানীয় কৃষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সরেজমিনে দেখাগেছে, ১ঘন্টার আলোর ফাঁদে মাজড়া ও পাতা মোড়ানো পোকার ৫/৬টি মথ উপস্থিত হয়ে মারা যায়। ফলে ধারনা করা হচ্ছে পোকার পরিমান ও ধরণ অতি সামান্য। যে কারনে এই মুহুর্ত্বে ধানে পোকার আক্রমন অতি সামান্য, ফলে কৃষকদের কীটনাশক ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তা। এছাড়া অনুরুপ উপজেলার অন্যান্য ইউনিয়নে বিভিন্ন ধান খেতের পাশে সন্ধ্যার পর আলোর ফাঁদ পেতে পোকার ধরণ, পরিমান এবং পোকার জাত পরীক্ষা করা হচ্ছে। এবিষয় কৃষি কর্মকর্তা সাংবাদিকদের জানান সপ্তাহ ব্যাপী রোপা আমন খেতে সন্ধ্যার পর আলোর ফাঁদ পেতে পোকর পরিমান, ধরণ ও জাত পরীক্ষা করা হয়েছে। কিন্তু এই মুহুর্ত্বে অধিকাংশ বিলে পোকার আক্রমন তেমন না থাকায় ধান গাছ অনেকটা ভাল আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *