হাটশাওলী বিজিবির অভিযানে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

photo,sapahar,11-10-2015 (fhensidil)
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পতœীতলার বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনস্থ পাড়াশাওলী সীমান্ত এলাকা থেকে ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে হাটশাওলী বিজিবি ক্যাম্পের সদস্যরা।
খঞ্জনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল খান জানান, হাটশাওলী ক্যাম্পের বিওপি কমান্ডার হাবিলদার জাকির এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল শনিবার রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে পাড়াশাওলী সীমান্তের ১৫৩ পিলার এলাকা অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল বহনকারী ব্যাবসায়ীরা ১৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ফেন্সিডিলগুলি নিয়ে ক্যাম্পে আসে। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল ৫৬ হাজার ৫০ টাকা।
উল্লেখ্য, গত আগষ্ট মাসের ১৪ তারিখে একই এলাকা থেকে ১৪ বোতল ভারতীয় ম্যাগডোল মদ, সেপ্টেম্বর মাসের ৩ তারিখে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, একই মাসের ১৩ তারিখে ৯৫ বোতল ও ০৫ অক্টোবর ওই সীমান্ত এলাকা থেকে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় হাটশাওলী বিজিবি সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *