চুয়াডাঙ্গায় টেলিভিশন চ্যানেল সাংবাদিকদের ৩ দিন ব্যাপী কর্মশালা শেষে সনদপত্র বিতরন
হাবিবুর রহমান রহমান : শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় জাতীয় গণমাধ্যম ইনিষ্টিটিউটের আয়োজনে হওয়া কর্মশালা আজ শনিবার বেলা ১টায় শেষ হয়েছে। কর্মশালা শেষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে জেলায় কর্মকর্তা ১৯ জন সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরন করা হয় ।
শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া চুয়াডাঙ্গা সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব শেষে এ কর্মশালার শেষ করেন জাতীয় গণমাধ্যম ইনিষ্টিটিউটের মহাপরিচালক এ.কে.এম. শামীম চৌধুরী। কর্মশালার শেষ দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহান মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
৩ দিন ব্যপি কর্মশালায় আরো উপস্থিত আছেন , জাতীয় গণমাধ্যম ইনিষ্টিটিউটের উপ-পরিচালক আব্দুল জলিল ও নজরুল ইসলাম এবং সহকারী পরিচালক মাসুদ মনোয়ার ভূঞা এবং চুয়াডাঙ্গা জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী।
প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু বলেন, আমাদের দেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আগেকার দিনে অবাধ তথ্য প্রবাহ ছিলো না। বর্তমানে টেলিভিশনের মাধ্যমে সকল তথ্য দ্রুত ছড়িয়ে দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা উজ্জ্বল। এদেশে সকলে একমত হলে দেশ এগিয়ে যাবে।