সুন্দরগঞ্জ থানায় এমপি লিটনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের
মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):সুন্দরগঞ্জ থানায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ হাফিজার মন্ডল। জানা গেছে, গত ২ অক্টোবর ভোর সাড়ে ৬ টার দিকে সাংসদ লিটন চুতর্থ শ্রেণীর ছাত্র শাহাদত হোসেন সৌরভকে গুলি ছুড়ে আহত করে। পরে তিনি সকাল ৮টার দিকে সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামে যান। সেখানে মৃত মোহাম্মদ আলী মন্ডলের পুত্র ভটভটি চালক হাফিজার মন্ডলের বসতবাড়িতে দলবল নিয়ে আকষ্মিকভাবে গুলি বর্ষণ করে হামলা চালায়। এরপর তারা বসতবাড়ি ভাংচুরসহ জিনিষপত্র লুটপাট করে নিয়ে যায়। এতে ৩ লাখ ১৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে হাফিজার মন্ডল মামলায় উল্লেখ করেন। এ ঘটনায় হাফিজার মন্ডল গত ৬ অক্টোবর সাংসদ লিটনসহ ১০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) জুয়েল আহম্মেদ ও থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন জানান, এমপি লিটনকে গ্রেফতারের জন্য সম্ভাব্য স্থান গুলোতে হানা দেয়া হচ্ছে