নড়াইলে শিশু শাহিনের হত্যাকারিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল মানব বন্ধন অব্যাহত
নড়াইল প্রতিনিধি: নড়াইলে শিশু শাহিনের হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে ফুঁসে উঠেছে এলাকা বাসী। শাহিনের সহপাঠি, এলাকাবাসিসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (৮অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল শহরের আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসি জানায়, জমিজায়গা নিয়ে বিরোধের জেরধরে প্রতিবেশী শিমুলের নেতৃত্বে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামের দুবাই প্রবাসী শওকত ফকিরের ছেলে, স্থানীয় নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র শিশু শাহীনকে নৃশংসভাবে হত্যা করে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে মাটি চাপা দিয়ে রাখে দুর্বৃত্তরা। বাড়ির লোকজন অনেক খোঁখুজির ৫ দিন পর গত ৩০ সেপ্টেম্বর বাড়ির অদুরের একটি ডোবা থেকে শাহিনের ডানহাত বিহীন মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৫জনকে আসামী করে শহিনের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ চারজনকে গ্রেফতার করে। এ ঘটনার পর থেকে খুনিদের দৃষ্টান্ত মূলক বিচার দাবীতে এলাকা ফুঁসে উঠেছে। বৃহস্পতিবার এলাকাবাসী নড়াইল আদালত সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহররের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এ ঘটনায় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারক লিপি প্রদান করে। #