বাগেরহাটের পল্লীতে সাংবাদিকের বাড়ীর গাছ কেঁটে নিয়েছে দূর্বৃত্তরা
বাগেরহাট প্রতিনিধি: শরণখোলায় জোর পূর্বক সাংবাদিকের বসত বাড়ির গাছ কেটে নিয়েছে স্থানীয় প্রভাবশালী ভূমি দস্যুরা।
গতকাল পূর্ব সোনাতলা গ্রামের বাসিন্দা প্রবীন সাংবাদিক আবু ছালেহর বাড়িতে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটে। জানা গেছে, বাড়ির লোকজন বেড়াতে যাওয়ার খবর পেয়ে, স্থানীয় ভূমি দস্যু বকুলতলা গ্রামের বাদল ফকিরের নেতৃত্বে সুলতান ফরাজীর পূত্র এমাদুল হক, ওহিদুল হক, আসাদুল হক ফরাজী সহ ১৫-২০ জনের একটি সঙ্গবদ্ধ দল সকালে আকস্মিক ভাবে দা, কুড়াল, করাত, নিয়ে সাংবাদিকের বাড়িতে প্রবেশ করে। এ সময় তার স্বজন ও স্থানীয়রা জিজ্ঞাসা করলে দূর্বৃত্তরা গালাগালি ও হুমকি দিতে থাকে। পরে তারা মুহুর্তের মধ্যেই বাড়ির বিপুল সংখ্যক গাছ কেটে ফেলে।
সূত্র জানায়,খবর পেয়ে বাড়ির লোকজন বাঁধা দিলে দূর্বৃত্তরা তাদেরকে ধাওয়া করে। সাংবাদিক আবু ছালেহ ঘটনা স্থলে গেলে দস্যুরা তাকে বিভিন্ন ভাবে লাঞ্চিত করে। তিনি সাথে সাথে মুঠো ফোনে থানা পুলিশকে জানিয়েছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলার ডাক, ক্রাইম বার্তা ও যশোর থেকে প্রকাশিত দৈনিক নারীকন্ঠ পত্রিকার শরণখোলা উপজেলা প্রতিনিধি।
এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি জানান, ব্যবস্থা নেয়া হচ্ছে।##