দেলদুয়ারে দূর্দর্ষ ডাকাতি সংগঠিত ॥ ২০লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট
টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন গাছ-কুমুল্লী গ্রামের আহসান দেওয়ানের বাড়ীতে গতকাল গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে এ ডাকাতির ঘটনাটি ঘটে।পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত বাড়ীর বিল্ডিং এর গ্রীলের তালা ভেঙ্গে প্রবেশ করে। পরে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে রাখে। এসময় ডাকাতদল আলমারী ও সোকেসের তালা ভেঙ্গে ২০ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২০ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দল আহসান দেওয়ানের প্রবাসী বড় ছেলের পাসপোর্ট ও নিয়ে যায়। পরিবারের সদস্যরা বাঁধা দিতে গেলে তাদের কে লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে চলে যায়। এদিকে ডাকাতির ঘটনা জানার পর দেলদুয়ার উপজেলা চেয়ারম্যান এস এম ফেরদৌস আহমেদ ও দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যাপারে দেলদুয়ার থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে।