সুন্দরগঞ্জে এমপি লিটনকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

Photo-3-04-10মোশাররফ হোসেন বুলু, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চতুর্থ শ্রেণির ছাত্র শিশু শাহাদত হোসেন সৌরভ (৯) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার পিতা সাজু মিয়ার দায়ের করা মামলার একমাত্র আসামী এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসি। রোববার সকাল অনুমানিক ১১ টায় বঙ্গবন্ধু চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ সভাপতি পৌর মেয়র আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সহসভাপতি মাসুদ-উল ইসলাম চঞ্চল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমদাদুল হক বাবলু ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদ প্রমুখ। বক্তাগণ গুলিবিদ্ধ সৌরভের আশু সুস্থ্যতা কামনা করেন এবং অবিলম্বে মামলার একমাত্র আসামী সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরদাবী জানান। এদিকে ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। গত শনিবার রাতে সৌরভের পিতা সাজু মিয়া বাদী হয়ে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে একমাত্র আসামী করে এজাহার দিলে তা রেকর্ড করা হয়। মামলার তদন্ত চলছে। আসামী গ্রেফতারের বিষয়টি থানা অফিসার ইনচার্জ কৌশলে এড়িয়ে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কারিবেল হাসান জানান, মামলার তদন্ত যথাযথ প্রক্রিয়ায় চলছে। উল্লেখ্য, গত শনিবার রাতে সংসদ সদস্যের আগ্নে অস্ত্র তার প্রতিনিধি বড় শ্যালক তরিকুল ইসলামের মাধ্যমে থানায় জমা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *