বেনাপোল সীমান্তে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার
বেনাপোল প্রতিনিধি:- যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী দৌলতপুর গ্রাম থেকে রোববার সকালে ভারতীয় ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুর রহিম প্রতিবেদককে জানান, সুনির্দিস্ট গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবরে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী দৌলতপুর গ্রামে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় পাচারকারীরা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার ভেতর ২৯৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। উদ্ধারকৃত ফেনসিডিল গুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
বেনাপোল সীমান্তে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার