আত্রাইয়ের পাকার বিল মাছ শিকারের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবিতে মানববন্ধন

আত্রাই (নওগাঁ)সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে একটি বিলে মাছচাষের নামে বিপুল সংখ্যক জনগণের জমির ধান বিনষ্ট ও মাছ শিকারের প্রতিবাদে এলাকার প্রায় ৮ গ্রামের সহ¯্রাধিক মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। রোববার উপজেলার সন্যাসবাড়ি পাকার বিল সংলগ্ন সড়কে স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক দুলুর নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নে প্রায় ৭০০ বিঘা জমি নিয়ে পাকার বিল নামে একটি বিল। এ বিলে ওই এলাকার সন্যাসবাড়ি, হাটুরিয়া, দ্বিপচাঁদপুর, কুঁচপাড়া, বড়শিমলা ও চকশিমলাসহ বেশ কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক জনগণের বিপুল পরিমান জমি রয়েছ্ েবর্ষাকালে এসব জমির অনেক জমিতেই লোকজন ধানচাষ করে থাকেন। এরই মাঝে বড়শিমলা ও চকশিমলা গ্রামের প্রভাবশালী মহল জলাসয়ে মাছচাষের নামে জমির মালিকদের বর্ষা মৌসুমে জমিতে নামতে দেন না। প্রায় ৭০০ বিঘা জমিতে জোরপূর্বক তারা মাছচাষ করে থাকেন। এ জন্য জমি মালিকদের কোন অর্থও তারা দেন না বলে অভিযোগ রয়েছে। দ্বিপচাঁদপুর গ্রামের শাহজামাল বলেন, এ বিলে আমার বেশ কয়েক বিঘা জমি রয়েছে। ওই প্রভাবশালী মহলের ভয়ে আমার জমিতে আমি মাছও ধরতে পারিনা এবং কোন চাষাবাদও করতে পারি না। মান্দা উপজেলার ক্ষুদ্র বান্দাইখাড়া গ্রামের ওহিদুর রহমান বলেন, এ বিলে আমাদের ৩ টি পুকুর রয়েছে। আমাদের পুকুরেও আামাদের মাছচাষ করতে দেয়া হয়না। হাটুরিয়া গ্রামের আব্দুল খালেক বলেন, চকশিমলা ও বড় শিমলা গ্রামের প্রভাবশালী মহল আমাদের আবাদী জমিতে মাছচাষ করে আামদের রোপিত ধান নষ্ট করছেন। অথচ তারা আমাদের থেকে জমি লীজও নেননি বা আমাদের সাথে কোন আলোচনাও করেন নি। স্থানীয় ইউপি চেয়ারম্যাান মাহবুবুল হক দুলু বলেন, কয়েক বছর থেকে ওই প্রভাবশালী মহল এ বিল জবর দখল করে মাছচাষ করছেন। এতে করে জমির প্রকৃত মালিকরা বঞ্চিত হচ্ছে। ইতিপূর্বে বিষয়টি প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি।
এদিকে ওই প্রভাবশালী মহলের কবল থেকে এ বিলকে মুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবিতে সহ¯্রাধিক লোক মানববন্ধন কর্মসূচী পালন করেন। পাকার বিল সংলগ্ন সড়কে এ মানববন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক দুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর সরদার, শিক্ষক নেতা মনসুর আলী দেওয়ান, সাংবাদিক নাজমুল হোসেন সেন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *