বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাগরপুরে কলেজ ছাত্রীকে অপহরনের চেষ্টা গ্রেফতার ৯

শহিদুল হক এলিস,নাগরপুর(টাঙ্গাইল): বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় টাঙ্গাইলের নাগরপুরে সম্মান শ্রেণীর তৃতীয় বর্ষের এক কলেজ ছাত্রীকে জোর পূর্বক অপহরনের চেষ্টা করেছে একদল যুবক। পুলিশ এ ঘটনায় জড়িত ৯ বখাটে যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে উপজেলার মামুদনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। ওই রাতেই নাগরপুর থানায় মামলা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন ফারুক (২৬) মামুদনগর গ্রামের কলেজ পড়–য়া মেয়ে (২০) কে বিয়ের প্রস্তাব দেয়। মেয়ে ও তার পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে সে চরমভাবে ক্ষিপ্ত হয়। গত শুক্রবার কলেজ ছাত্রী ওই মেয়েকে দেখার জন্য অন্য এক ছেলে পক্ষ মেয়ের বাড়ীতে আসে। মেয়ে দেখা পর্ব শেষে বিয়ের কথাবার্তা চলতে থাকে। এখবর পেয়ে বখাটে আশরাফ উদ্দিন ফারুক পাকুটিয়া থেকে দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে সদলবলে ওই বাড়ীতে হানা দেয়। তারা মেয়ের বাবা সহ পরিজনদের ভয় দেখিয়ে মেয়েকে অপহরনের চেষ্টা করে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৯ যুবককে আটক করে। আটক যুবকরা হচ্ছে, পাকুটিয়া গ্রামের আশরাফ উদ্দিন ফারুক (২৬), শাহিন রেজা (২৪), রাসেল খান (১৯), সাইফুল ইসলাম (৩২), রিপন (২২), সোলায়মান (১৯), ঘাগরা গ্রামের গফুর (২৮), রাথুরা গ্রামের এডিএম আমির হামজা (২৭) ও দিঘুলিয়া গ্রামের আল মামুন (২৫)। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. আব্দুর রকিব খান জানান, পাকুটিয়া গ্রামের আশরাফ উদ্দিন ফারুক পূর্বেও একটি বিয়ে করেছিল। প্রথম স্ত্রী কে তালাক দেয়ার পর সম্প্রতি এই কলেজ ছাত্রী কে বিয়ের প্রস্তাব দেয়। তার সাথে বিয়ে দিতে মেয়ের অভিভাবক অস্বীকার করায় শুক্রবার মেয়েকে জোর করে তুলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় মামলা হয়েছে। আটক ৯ জনকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *