জমি নিয়ে বিরোধ, নাগরপুরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্স নারীসহ ৯জন আহত
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্সের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী সহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছে। আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ও ৭ জন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সুদামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলার সুদামপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী নুরজাহান বেগম (৬০) এর সাথে একই গ্রামের আনোয়ার হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্স বাধে। এক পর্যায়ে তা ভয়াবহ রক্তক্ষয়ী সঙঘর্সে রুপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। এরা হচ্ছে, জাহিদুল ইসলাম (১৬), মো. নজরুল ইসলাম(৩৫), পারভীন আক্তার(৩৫), নুরজাহান বেগম (৬০), হয়রত আলী (৩৫), ইউসুব আলী (৬০), হাজেরা বেগম (৫০), আনোয়ার হোসেন (৬০) ও আব্দুল কাদেও (৩৭)। এদের মধ্যে আব্দূল কাদের ও ইউসুব আলী কে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অন্যদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।