বাগেরহাটে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী শিক্ষিকার শাস্তির দাবিতে মানব বন্ধন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে শিক্ষিকার হাতে অপহৃত স্কুল ছাত্রী তামান্নাকে দ্রুত উদ্ধার ও অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষিকা রোহানীর শাস্তির দাবিতে মৌন মিছিল, সড়ক অবরোধ ও মানব বন্ধন করেছে ছাত্রীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কয়েক শ’ ছাত্রী প্লাকার্ড হাতে মৌন মিছিল ও সড়ক অবরোধ করে মানব বন্ধনে অংশ নেয়। তারা দ্রুত তামান্নাকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শিক্ষিকা রোহানীর শাস্তি দাবি করে। জানা গেছে, চিতলমারী উপজেলা সদরের হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তামান্না ইয়াসমিন(১৫) কে গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত আটটার দিকে মোবাইল ফোনে প্রাইভেট শিক্ষিকা রিক্তা মোহনা ওরফে রোহানী প্রাইভেট পড়ানোর কথা বলে ডেকে এনে অপহরণ করে। এ দিন তামান্না বাসায় না ফেরায়, রাতেই পরিবারের লোকজন খোঁজ নিয়ে জানতে পারেন রোহানী ম্যাডাম তাকে নিয়ে উধাও হয়েছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তামান্নার আর কোন সন্ধান মেলেনি। এ ঘটনায় তামান্নার পিতা চিতলমারী পল্লী বিদ্যুৎ অফিসের টেকনিশিয়ান মো. গোলাম সরোয়ার বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর শিক্ষিকা রুহানীসহ ৬ জনকে আসামি করে চিতলমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে পুলিশ তামান্নাকে উদ্ধারের জন্য খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনার ১৬ দিন অতিবাহিত হলেও অপহৃত তামান্নাকে এখনো উদ্ধার করা সম্ভব হয় নি। রোহানী বাগেরহাটের দশানি এলাকার রেজাউল শেখের কন্যা। চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ জানান, তামান্নাকে অপহরণ করা হয়েছে। গত ১৬ দিন অতিবাহিত হলেও তার কোন খোঁজ এখনো মেলেনি। তাকে দ্রুত উদ্ধার ও শিক্ষিকা রোহানীর শাস্তির দাবিতে ছাত্রীদের নিয়ে মানব বন্ধন করা হয়েছে