কাহালুতে মুক্তিযোদ্ধা ভূমিহীনদের ২ টি পুকুরে বিষ দিয়ে সাড়ে ৫ লাখ টাকার মাছ নিধন
কাহালু(বগুড়া)প্রতিনিধি: কাহালুর পাতান্জো গ্রামের ভুমিহীনদের চাষকৃত ২ টি পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় এক থেকে দেড় শ’ মণ পোনা মাছ নিধন করেছে। ৭ দিনেও থানা পুলিশ অভিযোগ গ্রহন না করায় মুক্তিযোদ্ধার ক্ষোভ। ঈদ-উল আযহার রাতে দেওগ্রাম মৌজার ১০১৯ দাগের ১ একর ১১ শতক ও ১০৪১ দাগের ৮৬ শতক ২ পুকুরে কে বা কাহারা শত্র“তা করে বিষ দিয়ে আনুমানিক ১ থেকে দেড় শ’ মণ বিভিন্ন প্রজাতির পোনা মাছ নিধন করে,যার মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা বলে এলাকাবাসী সুত্রে জানাগেছে।ঘটনার কয়েকদিন পূর্বে ঐ গ্রামের কতিপয় যুবক ০১৯৩৬. ০৮৯৬৩৩ নং মোবাইল ফোন থেকে হত্যার হুমকী দেওয়া হয় মর্মে ঐ ভুমিহীন সমিতির সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ফটিক) কাহালু থানায় গত ২৪/০৯/২০১৫ তারিখে ৮৩০ নং একটি জিডি ভুক্ত করে। জিডিতে যুকবদের নাম উল্লেখ করে বলা হয়,তারা উল্লেখিত দুটি পুকুর থেকে অবৈধ ভাবে জোরপূর্বক মাছ ধরার পায়তারা করছে। জিডিতে আরও উল্লেখ করা হয় ইতিপূর্বে উক্ত পুকুর দু’টি নিয়ে খুন-জখমের ঘটনাও ঘটেছে। থানায় জিডি করার ২ দিন পরেই পুকুর দু’টিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় অভিযোগ করতে আসলে কাহালু থানা পুলিশ অভিযোগ গ্রহন না করে উভয় পক্ষকে নিয়ে থানায় বসেও কোন সুরাহ করতে পারেনি। ঘটনার দীর্ঘ ৭ দিনে অতিবাহিত হলেও পুলিশ থানায় কোন মামলা গ্রহন না করায় ক্ষোভ জানিয়েছেন উক্ত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফটিক। বিষয়টি নিয়ে কাহালু থানার ওসি সমিত কুমার কুন্ডুর সাথে মোবাইলে কাথা বলার চেষ্টা করা হলে তিনি মোবাইল রিছিপ করেননি।