সুজানগর বি,এন,পি পুর্নগঠনের দাাবিতে সোচ্চার একাংশের নেতা কর্মীরা পকেট কমিটির বিরোধে প্রতিবাদ জানান

সুজানগর (পাবনা) সংবাদদাতা: পাবনার সুজানগর উপজেলা ও পৌর বি,এন,পি পুর্নগঠনের দাাবিতে তৃনমূল নেতা কর্মীরা সোচ্চার হয়ে উঠেছে। গত ২৪ সেপ্টেম্বর উপজেলা বি,এন,পি ও পৌর বি,এন,পির পূনগঠন করে কমিটি করার জন্য উপজেলা বি,এন,পির একাংশ অডিটোরিয়াম ভাড়া নেয়। বি,এন,পির অপরাংশ ঐ দিন এন,এ কলেজ মাঠে তৃনমূল পর্যায়ে মতামত নিয়ে কমিটি গঠনের পক্ষে সমাবেশ ডাকে সাবেক এম.পি সেলিম রেজা হাবিবের গুরুপের একাংশ। সংঘাত সংর্ঘষ হতে পারে এমন ভেবে প্রশাসন ১৪৪ ধারা জারি করে দুই পক্ষকে সম্মেলন ও সমাবেশ পন্ড করে দেয় পুলিশ। পরে বর্তমান সভাপতি আজম আলী বিশ্বাসের বাড়ীর সামনে জেলা বি,এন,পির নেতৃবৃন্দ গিয়ে আগের কমিটি পূর্নবহাল করে কমিটি ঘোষনা দেয়। এতে সেলিম রেজা হাবিবের গ্রুপ কমিটি থেকে বঞ্চিত হয়। এব্যাপারে বর্তমান সভাপতি আজম আলী বিশ্বাস বলেন- সবাই মিলে যোগ্যতানুসারে কমিটি করার সিদ্ধান্ত ছিল, কিন্তু সেলিম রেজা হাবিব গ্রুপের প্রফেসর আব্দুল মোনায়েম থানায় অভিযোগ দেওয়ার কারনে নির্ধারিত স্থানে পুলিশ সম্মেলন করতে না দেওয়াতে মানিকদীর মোড়ে গিয়ে সম্মেলনের কাজ সংক্ষিপ্ত করে জেলা নেতৃবৃন্দ চলে যায়। এদিকে সাবেক এম.পি হজ্ব পালনের জন্য সৌদি থাকায় থানা বি,এন,পি নেতা অধ্যক্ষ নাদের হোসেন জানান জেলা নেতৃবৃন্দদের ম্যানেজ করে পকেট কমিটি করার জন্য আমরা প্রতিবাদ জানাই। পৌর বি,এন,পির নেতা প্রফেসর আব্দুল মোনায়েম জানান বি,এন,পির কমিটি তৃনমূল থেকে পুর্ন গঠনের জন্য নির্দেশ থাকলেও তা মানা হয়নি একারনে নেতা কর্মীরা সোচ্চার হয়ে উঠছে। উপজেলা ও পৌর বি,এন,পির র পকেট কমিটি করার কারনে অনেক ত্যাগী নেতাকর্মী কমিটি থেকে বাদ পরেছে। এতে সংগঠনের কার্যকালাপ দিনদিন স্থবির হয়ে পরছে, কেন্দ্রীয় কর্মসূচি হলে উপজেলা ও পৌর বি,এন,পির কোনো মিছিল মিটিং হয় না। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এম.পি এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মিছিল মিটিং করলেও তার গ্রুপের অনেক ত্যাগী নেতা কারাবন্দী হয়েছে। উল্লেখ্য উপজেলা ও পৌর বি,এন,পির ৫ সদস্য করে কমিটি ঘোষনা করা হয়েছে। এ কারনে সুজানগর উপজেলা ও পৌর বি,এন,পির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *