মিনায় নিহত বাংলাদেশীদের মৃতদেহ ‘৪৫ দিনের মধ্যে হস্তান্তর’
ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশিদের মরদেহ আগামী ৪৫ দিনের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বুধবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান।
বোরহান উদ্দিন, মিনায় পদদলনের ঘটনায় হতাহত ও নিখোঁজ বাংলাদেশিদের খোঁজ-খবর নিতে বাংলাদেশের হজ মিশন আগামী ৪৫ দিন মক্কায় অবস্থান করবেন। সৌদিতে নিহত কোনো ব্যক্তির ওয়ারিশ না পাওয়া গেলে সেই লাশ সেখানেই দাফন করা হবে।
তিনি বলেন, এখনো ৫২ জন বাংলাদেশি নিখোঁজ আছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। নিখোঁজদের বিষয়ে অনুসন্ধান চলছে।
গত ২৪ সেপ্টেম্বর মিনায় প্রতীকী শয়তানকে পাথর ছুঁড়তে যাওয়ার সময় পদদলনের ঘটনায় ৭৬৯ জন মারা যান। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে সরকার। এদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে।