চামড়া পাচাররোধে চেকপোষ্ট বসানো হয়েছে ১২ টি পয়েন্টে

Camra1-300x169স্টাফ রিপোর্টার : জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

তিনি আরো বলেন, কোরবানীর পশুর চামড়া যেন রাজধানীর বাইরে যেতে না পারে সেজন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে ১২ টি চেকপোষ্ট বসানো হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় জাতীয় ইদগাহ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে ও বায়তুল মোকাররম মসজিদ সহ যে সমস্ত গুরুত্বপূর্ণস্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সঙ্গে থাকছে র‌্যাব পুলিশ ও সাদা পোষাকধারী গোয়েন্দা পুলিশ।

এ সময়ে তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *