মতলব দক্ষিণে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত চিকিৎসা সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে এ রকম মেডিকেল ক্যাম্প দৃষ্টান্ত হয়ে থাকবে

M2U00641[16-26-21]মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেছেন, চিকিৎসা সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে এ রকম মেডিকেল ক্যাম্প দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমান সরকার গ্রামীণ দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দিতে বন্ধ পরিকর। তাই আজ প্রত্যন্ত অঞ্চলে এ রকম একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো, যা প্রশংসার দাবি রাখে। তিনি ১৬ সেপ্টেম্বর খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তবে এ কথাগুলো বলেন। খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রোটাঃ আব্দুল হাই ও রোটারী ক্লাব অব মতলবের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন রথিন্দ্রনাথ মজুমদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মাহবুবুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ। অনুষ্ঠনটি সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রোটাঃ আব্দুল হাই ও পরিচালনা করেন ইউপি সদস্য শেথ ফজলুল করিম সেলিম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, জেলা বিএমএর সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগর, সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুমসহ জেলা বিএমএ নেতৃবৃন্দ, রোটারী ক্লাব অব মতলবের সদস্যবৃন্দ, স্থানী গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ক্যাম্পে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ২০জন ডাক্তার প্রায় সহ¯্রধিক দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনসাধারণকে ঔষধসহ চিকিৎসা সেবা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *