ফটিকছড়িতে সন্ত্রাসী হামলা, দোকান ভাংচুর
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা: ফটিকছড়ির আজাদী বাজারে সন্ত্রাসী হামলা ও দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে। এব্যাপারে ব্যবসায়ীরা মানববন্ধন করেছে এবং ক্ষতিগ্রস্থ মালিক পক্ষ সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের সহযোগিতা চেয়েছে। বুধবার ক্ষতিগ্রস্থ মালিক পক্ষ আজাদী বাজার ডিএম কমিউনিটি সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, গত শুক্রবার ১১ সেপ্টেম্বর ভোর রাতে ডা. মহিউল আলম ও নুরুল আলমের ভোগ দখলীয়, আরএস, পিএস, বিএস ২২৯৫৬ দাগের রেককড়ীয় দোকান গৃহ ভেঙ্গে দেয় জাহানপুর এলাকার জনৈক ইউচুপ, ইয়াকুব ও ইদ্রিসের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী। এ ব্যাপারে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্টেট আদালতে সিআর ১৫০/১৫ দায়ের করি। এর আগে আমরা ঐ দোকান গৃহ সংষ্কারের উদ্যোগ নিলে উল্লেখিত সন্ত্রাসীরা বাঁধা দেওয়ায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট এর আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করি। মালায় দ্বিতীয় পক্ষের উপর প্রবেশ নিষেধাজ্ঞা বলবত থাকার পরও তারা আইন অমান্য করে দোকানগৃহে হামলা চালায় বলে জানান মামলার বাদি এডভোকেট জাহিদুল আনোয়ার। ক্ষতিগ্রস্থ জমিদার মো. ফারুক উল আজম বলেন, আমাদের মৌরশী সম্পত্তিতে সন্ত্রাসী হামলা ও ব্যবসায়ি আবুল বশর প্রকাশ ইছমাইলের বাপের দোবান ক্ষতিগ্রস্থ হওয়ার প্রতিবাদে গত রবিবার আজাদী বাজারের সর্বস্থরের ব্যবসায়ী এবং ব্যবসায়ী কল্যাণ সমিতি মানববন্ধন ও প্রতিবাদ সভা করে আমাদের পাশে দাড়িয়েছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজ উদ্দিন বলেন, আজাদী বাজারে সন্ত্রাসী হামলা দোকান ভাংচুরের ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা তদন্ত চলছে।