বেনাপোল বন্দরে আনসার বাহিনীর অভিযান চোরাই পণ্য সহ আটক ১
শেখ নাসির উদ্দীন, বেনাপোল: বুধবার দুপুরে যশোরের বেনাপোল স্থল-বন্দরের ১৪ নং শেড থেকে প্যান্টের কাপড় পাচার করে নিয়ে যাওয়ার সময় রফিকুল ইসলাম (৩০) নামে এক চোর সদস্যকে হাতে নাতে আটক করেছে বন্দরে কর্মরত আনসার বাহিনীর সদস্যরা। আটক রফিকুল ইসলাম শার্শা থানার যাদবপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। বেনাপোল আনসার বাহিনীর কমান্ডার পিসি হাবিবুর রহমান জানান, আনসার সদস্য নাসির উদ্দিনের মাধ্যমে জানতে পারি বন্দরের ১৪ নং শেড থেকে বিপুল পরিমান প্যান্টের পিস পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দরের পাশে অভিযান চালিয়ে এক বোঝা প্যান্টের পিস সহ রফিকুল ইসলামকে আটক করা হয়। আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিচালক (এসআই) মতিয়ার রহমান বলেন, আনসার সদস্যদের হাতে আটক রফিকুলের বিরুদ্ধে মামলা হয়েছে।