সাপাহারে শহীদ ২১ বীর মুক্তিসেনা স্বরনে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা

Sapahar Photo 14,9,15সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শহীদ ২১ বীর মুক্তিসেনার স্বরনে বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁ জেলা একুশে পরিষদের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় সাপাহার উপজেলার জিরো পয়েন্টে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে শহীদ মিনার পাদদেশে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও শহীদদের স্বরণে ১ মিনিটের নিরবতা পালন করা হয়। পরে বেলা সাড়ে ১১ টায় সাপাহার প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক। এ সময় সাপাহারের মুক্তিযুদ্ধের উপর গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব তছলিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য আবুল হোসেন (রঙ্গীন), আজীবন সদস্য মনোয়ারুল ইসলাম, সাংবাদিক নয়ন বাবু, প্রদীপ সাহা, নওগাঁ একুশে পরিষদের সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক আরমান হোসেন, একুশের বুলেটিন পত্রিকার সহ: সম্পাদক নূরনবী রাসেল, কার্যকরী সদস্য রাজীব সারোয়ার প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ সেপ্টেম্বর সাপাহারকে মুক্ত করতে ২১বীর মুক্তি সেনা তাদের প্রান বিসর্জন দিয়েছিল। এ বিষয়ে কখনও সাপাহার মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকতা পালন করা না হলেও প্রতিবছর সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকরা বিভিন্ন সংবাদ পত্রে ওই মুক্তি যুদ্ধের বর্ণনা দিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ লিখে থাকেন। সে লেখায় উদ্বোদ্ধ হয়ে এবারে প্রথম নওগাঁ একুশে পরিষদ জেলা সদর হতে এসে সাপাহারের মুক্তিযুদ্ধে শহীদ ২১বীর মুক্তিসেনাদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *