বাগেরহাটে শিক্ষকের প্রহারে গুরুতর আহত ছাত্র মডেল পরীক্ষা দিলো হাসপাতাল বেডে

Photo(3) 12.9.15(1)বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষকের বেতের আঘাতে ৫ম শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত ইয়াছিন জমাদ্দারকে (১১) শুক্রবার রাতে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে গুরুতর অসুস্থ ছাত্র ইয়াছিন হাসপাতালের বেডে বসেই প্রাথমিকের ৫ম শ্রেণির মডেল পরীক্ষা দিয়েছে । ইয়াছিন উপজেলার উত্তর কুমারিয়াজোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। শুক্রবার সকালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বাদশা প্রাইভেট পড়ানোর সময় স্থানীয় ফারুক জমাদ্দারের ছেলে ইয়াছিনকে মারপিট করলে, সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মুফতি কামাল হোসেন বলেন, শিশু ইয়াছিনের শরীরে ১৫/১৬টি বেত্রাঘাতের চিহ্ন দেখা গেছে। যার অধিকাংশই শরীর কেটে গিয়ে রক্ত জমাট ধরেছে। ঘটনাটি শুক্রবার রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। রাত ১১টায় সহকারী শিক্ষা অফিসার মো. ওমর ফারুক ও শেখ মোস্তাকিম বিল্লাহ হাসপাতালে গিয়ে ছাত্রটির চিকিৎসার বিষয় খোঁজ খবর নেন। এদিকে ওই ছাত্রকে মডেল টেষ্ট পরীক্ষায় অংশ গ্রহন নিশ্চিত করতে হাসপাতাল বেডে পরীক্ষা নেয়ার নির্দ্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সে অনুযায়ী আজ সকাল ১০টায় হাসপাতাল বেডে ইয়াছিনের মডেল টেষ্ট পরীক্ষা নেয়া হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. বশিরুল ইসলামও হাসপাতালে ওই ছাত্রের দেখ ভাল করছেন। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদশার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *