বদলগাছীতে হাটের জমিতে সাব কাউন্সিল অফিস ভূবন নির্মানের অভিযোগ

1111বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাঁপা হাটের জমি দখল অবৈধ ভাবে সরকারি অর্থায়নে ২নং মথুরাপুর ইউনিয়নের সাব কাউন্সিল দ্বিতল অফিস ভবন নির্মানের অভিযোগ উঠেছে। অফিসটি মূলত বিএনপি নেতাকর্মীদের অফিস হিসেবে ব্যবহৃত হয় বলে নাম প্রকাশ না করা শর্তে কতিপয় দোকানদার জানান। বিএনপি নেতা ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদি টিপু চৌধুরী ২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থ বছরে হাট বাজার ইজারা লব্ধ আয় এবং ভূমি হস্তান্তরের ১% ও টি.আর এর অর্থ থেকে উক্ত হাটে জায়গা দখল করে অবৈধ ভাবে দ্বিতল বিশিষ্ট ২নং মথুরাপুর ইউনিয়ন সাব কাউন্সিল ভবনটি নির্মান করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান জানান হাটের জমিতে সাব কাউন্সিল অফিস ভবন সহ বিভিন্ন পাকা অবকাঠামো নির্মান করায় হাটের পরিধি কমে গেছে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত পন্য দ্রব্য হাটে এনে ন্থান সংকুলানের অভাবে ক্রয় বিক্রয়ের বিপাকে পড়ছে। এছাড়া তিনি বলেন জাবারীপুরহাট সংলগ্ন স্থানে ৬৬ লাখ টাকা ব্যয়ে দ্বিতল ইউপি ভবন নির্মান করা হয়। এর পরও হাটের জমি দখল করে নিয়ম বর্হিভূত ভাবে সরকারি অর্থায়নে সাব কাউন্সিল ভবন নির্মান করা রহস্য জনক। এব্যাপারে চেয়ারম্যান আব্দুল হাদি টিপু চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *