ঘোড়াঘাটে প্রায় ত্রিশ বছর পর ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০শতক জমি উদ্ধার
ইফতেখার আহম্মেদ খান বাবু: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সদর এলাকায় অবস্থিত ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় টির ৫০শতক জমি আজ ১২/০৯/১৫ইং তারিখে স্কুলের প্রধান শিক্ষক, সভাপতি, দাতা, সকল শিক্ষক ও স্কুলের ছাত্রীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে মোট ১০০শতাংশ জমি আমিন দ্বারা মেপে সিমানা নিদ্ধারন করে বেড়া দেওয়ার কাজ সম্পুন্ন হবার খবর পাওয়া গেছে। স্কুল সুত্রে জানা যায়, গত প্রায় ৩০বছর পুর্বে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য অত্র এলাকার খোদাদাদপুর কলোনীর মোঃ শাহাজান খান মোট ১০০ শতক জমি দান করেন। কিন্তু আজ অবদী স্কুলের দখলে ছিল ৫০শতাংশ বাকি ৫০শতাংশ জমি অত্র এলাকার ২জন ব্যাক্তির জমির সঙ্গে মিশে যাওয়ায় তা বেড় করা সম্ভব হয়নি অতপর অত্র স্কুলের পরিচালনা কমিটির ও দাতা মোঃ শাহাজান খান এর নেতৃত্বে আজ সকালে আমিন দ্বারা জমিটি মাপামাপি করে পুরো ১০০শতক এর মাথায় সিমানা পিলার/ বেড়া দিয়ে আলাদা করে স্কুল নিজ দখলে নিয়ে নেয়। এতে কোন প্রকারের বাধা বা আপত্তি কেউ করেনি। বরং এতোদিন যাদের দখলে জমি টুকু ছিল তারা আজ সহযোগীতায় করেছেন সিমানা প্রাচীর দেওয়ার কাজে বলে উপস্থিত সকলেই জানান।