নিরব প্রশাসন, পাবনার ফরিদপুরে অবাধে ভাদায় ও কারেন্ট জালের ব্যবহার
আব্দুল কাদের, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে প্রকাশ্যে অবাধে ভাদায় ও কারেন্ট জাল দিয়ে নিধন করা হচ্ছে মৎস্য সম্পদ। ভাদায় ও কারেন্ট জাল দিয়ে মৎস্য নিধনে সরকার কর্তৃক নিষেধ থাকলেও তা মানছে না কিছু সংখ্যক অর্থ লোভি অসাধু মৎস্য শিকারি। এ ব্যপারে নেই কোন প্রতিকারের ব্যবস্থা। সরেজমিনে এ উপজেলার বিভিন্ন নদীনালা, খাল-বিলে, জেলে ও গৃহস্থের পরিবারের লোকেরা সরকারি আইন অমান্য করে ভাদায় ও কারেন্ট জাল দিয়ে এক শ্রেণীর র্অথলোভী অসাধু মৎস্য শিকারী দেশীয় বিভিন্ন প্রজাতির টেংরা, পুটি, শোল, বোয়াল, শিং, পাবদা, বাতাসি, কৈ, গচি, বাইমসহ নয় ইঞ্চির নীচে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করছে। এ কারণে মাছ সংকট মুক্ত জলাশয়ে ভাদায় ও কারেন্ট জাল ব্যবহার হলেও স্থানীয় প্রশাসন কিংবা আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এ ব্যপারে কোন ভ’মিকা পালন না করায় ভাদায় ও কারেন্ট জাল ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি ফরিদপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তার পদ শূণ্য থাকায় অসাধু জেলেরা মৎস্য নিধনে আরও বেপরোয়া হয়ে উঠেছে।এদিকে জেলে সস্প্রদায়ের নেতা শ্রী নিখিল চন্দ্র হলদার জানায়, বর্তমান সরকার কর্তৃক জেলে সম্প্রদায় সহায়তা কার্ড এ উপজেলায় দুই হাজার আটশত কার্ড বিতরণ করলেও আজ পর্যন্ত কোন প্রকার সাহায্য পাওয়া যায় নি। মাছ না মেরে কি খেয়ে বেঁচে থাকা যায়। অন্যদিকে উপজেলার সচেতন মহল মনে করেন এরূপ মৎস্য নিধন ধারা অব্যাহত থাকলে বিলুপ্ত হয়ে যাবে ফরিদপুর উপজেলার অনেক মিঠা পানির মাছ। তাই দ্রুত কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন উপজেলার সচেতন মহল।