ঈদ আসে ঈদ যায় কাহালুর সড়ক গুলোর বেহাল দশা কাটেনা

kader-11.09এম এ কাদের কাহালু(বগুড়া)প্রতিনিধিঃ দীর্ঘ দিন যাবত সংস্কার অভাবে বগুড়ার কাহালু উপজেলা সদরের সাথে জেলা সদর বগুড়ার সংযোগ সড়ক সহ বিভিন্ন পাকারাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঈদ আসে ঈদ যায় মন্ত্রি,সচিব,জনপ্রতিনিধি,ডিসিদের কথার কোন বাস্তবায়ন নাই। কাহালু থেকে বগুড়া জেলা সদরের দুরত্ব মাত্র ১০ কিঃ মিঃ বেবী ট্রেক্সী,সিএনজি চালিত অটো রিক্্রসা, পিকাপ, মটর সাইকেল সময় লাগার কথা ১৫ থেকে ২০ মিনিট কিন্তু সড়কের বেহালদশা ও খানা-খন্দকের কারণে এখন সময় লাগে প্রায় ১ ঘন্টা। ফলে সাধারণ মানুষ সহ বিশেষ করে চাকুরী জীবি,পেশা জীবি সহ শিক্ষার্থীদের ১০ টাকার ভাড়া গুন্তে হয় ২০/২৫ টাকা। তারপরও নিদিষ্ঠ সময় মত গন্তব্যে বা কর্মস্থলে পৌছিতে পারছেনা। শুধু এই রাস্তায় নয় উপজেলার জামগ্রাম-মালঞ্চা,দেওগ্রাম-রানীর হাট, দুর্গাপুর-পাঁচপীর ভায়া শেখাহার,কাহালু-পাঁচপীর ভায়া তালোড়া,কাহালু-আখুন্জা ভায়া নারকেলী, দেওগ্রাম-তালোড়া,দরগাহাট-পাইকড় আড়োলা,বিবির পুকুর-তিনদিঘী,কাজী পাড়া-কালাই কর্ণিপাড়া সহ অধিকাংশ রাস্তায় খানা-খন্দকে ভরে গেছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে কাঁদা পানিতে একাকার, প্রতিনিয়তঘটছে দুর্ঘটনা। এখনই সড়ক গুলো সংস্কার করা না হলে যানবাহন চলা-চল বন্ধ করে দেওয়ার ঘোষনা দিয়েছেন পরিবহন শ্রমিক মালিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *