গোপালপুর ও ভূঞাপুরে বন্যা পরিস্থিতির উন্নতি

Gopalpur-flood- News Photo.
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : যমুনা নদীর তীরবর্তী এলাকা টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় টাঙ্গাইল অংশে যমুনা নদীর পানি ১২ সেন্টিমিটার কমেছে। তবে এরপরও নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামলে উঠতে আরো কিছু দিন সময় লাগবে বলে ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, বন্যার পানি কমার সাথে সাথে ওইসব এলাকায় ব্যাপক আকারে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। উপজেলার ঝাওয়াইল, হেমনগর ইউনিয়নের এবং ভূঞাপুর উপজেলার গাবসারা, নিকরাইল, অর্জুনা, গোবিন্দাসী ইউনিয়নের এখনও প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে রয়েছে।
এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। এছাড়া এলাকার অধিকাংশ নিচু এলাকা এখনও পানির নিচে তলিয়ে রয়েছে। যার ফলে জমিতে লাগানো ধানসহ বিভিন্ন শষ্যাধি নষ্ট হয়ে গেছে। অতি বন্যায় পুকুরে ছাড়া মাছ, পুকুর থেকে বেরিয়ে যাওয়ায় স্বর্বসান্ত হয়ে পড়েছে অনেক পরিবার। এসব এলাকায় দ্রুত শুকনা খাবার, খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ সরকারী সাহায্য সহযোগীতা কামনা করছে বানবাসী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *