চিতলমারীতে তিন দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্ধোধন
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের মাধ্যমে সরকারী সেবাসমূহ জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে গতকাল বৃহসম্পতিবার (১০ সেপ্টেবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিন ব্যাপী ইন্টারনেট সপ্তাহ ও ডিজিটাল মেলার শুভ উদ্ধোধন ঘোষণা করেন মেলার প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার পারভেজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাশেদ পুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী আওয়ামীলীগ সভাপতি রোকন উদ্দিন শেখ, শেরে বাংলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোহসীন আলী রেজা, অধ্যক্ষ বাবুল মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডর মুজিবুর রহমান শেখ, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত প্রমূখ। সকালে হাতির পীঠে চড়ে মনোজ্ঞ ডিজিটাল মেলার শুভ সূচনা হয় এবং দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।