চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Chuadanga Literacy  Day picture  08.09.2015
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ “সাক্ষরতা আর দক্ষতা;টেকসই সমাজের মূলকথা ”এই শেলাগান কে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিটিতে বিভিন্ন স্কুল মাদরাসার শিক্ষক ছাত্র-ছাত্রীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার । এ ছাড়াও জেলার স্কুলÑমাদরাসার প্রধানগণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ বলেন, শিক্ষাকে মৌলিক চাহিদা নয়, মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *