চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রশিক্ষিত যুব মহিলাদের মধ্যে সনদপত্র বিতরন ও কর্মসংস্থান ব্যবস্থার উদ্বোধন
হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রশিক্ষন জোরদার করা প্রকল্পের আওতায় প্রশিক্ষত যুব মহিলাদের মধ্যে সনদপত্র বিতরন ও কর্মসংস্থান ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৪০ জন প্রশিক্ষিত যুব মহিলাদের মধ্যে সনদপত্র বিতরন ও কর্মসংস্থান ব্যবস্থার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্ল্ াআল মামুন।
সভায় প্রধান অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম এবং আওয়ামীলীগ নেতা রবিউল হোসেন শুকলাল।
সভায় প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, “প্রশিক্ষনের পর সার্টিফিকেট পাওয়া সম্মানের ব্যাপার। কিন্তু এরপর নিজ নিজ কর্মস্থলে কর্মদক্ষতার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যেতে যেতেই দক্ষতা বাড়ানো সম্ভব হবে। এরই মাধ্যমে দক্ষ জন শক্তি গড়ে উঠবে। তারাই দেশকে উন্নয়নের দিকে অগ্রসর করাবে”