শার্শায় বখাটের উৎপাত সইতে না পেরে খ্রিষ্টান পরিবারের অষ্টম শ্রেণীর ছাত্রীর আত্মহননের চেষ্টা
শেখ নাসির উদ্দীন, বেনাপোল : উক্ত ছাত্রীর স্বজন ও স্থানীয়রা জানান, শার্শার গাতিপাড়া গ্রামের তৈয়ব আলীর বখাটে পুত্র মোখলেছুর রহমান দীর্ঘদিন ধরে একই গ্রামের সংখ্যলঘু পরিবারের সদস্য তপন বিশ্বাসের কন্যা অষ্টম শ্রেনীর ছাত্রীর কবিতা বিশ্বাসকে উৎপাত করতে থাকে। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল খালেকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বখাটে মোখলেছুর রহমানের পিতা তৈয়ব আলীকে বিষয়টি জানান।
তাকে জানানো হলেও বিষয়টি আমলে না নিয়ে তৈয়ব আলী স্থানীয়দের জানায় আমার ছেলেকে শাষণ করতে পারছিনা।
এরপর গত ১ সেপ্টেম্বর দুপুরে পাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে কবিতা বিশ্বাস দুপুরে ফেরার পথে রাস্তায় হাত ধরে টানাটানি শুরু করে। এ সময় সে চিৎকার শুরু করলে বখাটে মোখলেছুর স্থান ত্যাগ করে। ঐদিন বিকেলে কবিতার প্রতিবেশী এক স্কুল ছাত্রীর কাছে একটি মোবাইল ফোন জোর পূর্বক দিয়ে কবিতাকে দিতে বলে। ঐ স্কুল ছাত্রী মোবাইল নিতে অ¯ী^কৃতি জানালে তাকেও মোখলেছুর এসিড মারার হুমকি দেয়।
উক্ত ছাত্রী কবিতার কাছে মোবাইল দিতে গেলে সে নেয়নি। তখন ঐ ছাত্রী কবিতাকে জানায়,মোখলেছুর বলেছে মোবাইলে তার সাথে কথা না বললে কাল স্কুলে গেলেই এসিড দিয়ে ঝলছে দিবে।
এ কথা শুনেই কবিতা ঘরের মধ্যে গিয়ে হারফিক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
তাকে আহতাবস্থায় প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা দিলে তার অবনতি ঘটলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থ্নাান্তর করা হয়। সেখানে চিকিৎসার অবনতি হলে চিকিৎসকরা অন্যত্র নিতে বললে অর্থের অভাবে কবিতার গরিব মা-বাবা আবারো তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করে।
এদিকে স্থানীয় ইউপি সদস্য ও কবিতার পিতা তপন বিশ্বাস জানান, বখাটে মোখলেছুরের স্বজন খোরশেদ আলী কবিতার পরিবারকে হুমকি দিয়ে বলেছে এ বিষয় নিয়ে বাড়াবাড়ী করলে খৃীষ্টান পরিবারের কাউকে ছাড়া হবে না।
কবিতার পিতা তপন বিশ্বাস আরো জানান, শার্শা থানায় অভিযোগ করা হলেও পুলিশ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। সার্বক্ষনিক আমরা আহত স্কুল ছাত্রী কবিতার শারীরীক খোঁজ-খবর নিচ্ছি। তার পরিবারকে আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি। এবং অভিযুক্ত আসামিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।