যশোরের বেনাপোলে নতুন পশু করিডর উদ্ধোধন

Benapole-- Daulothpur cow koridor pic--07-09-15.
শেখ নাসির উদ্দীন,বেনাপোল:- ভারত থেকে সীমান্ত পথে আসা গরু মহিষের বৈধ করনের জন্যে সরকারের দেওয়া নতুন আরো একটি পশু করিডর যশোরের বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া-দৌলতপুর সীমান্তে উদ্ধোধন করা হয়েছে। সোমবার সকালে নতুন পশু করিডরের উদ্ভোধন করেন শার্শা উপজেলা নির্বাহি অফিসার আব্দুস সালাম।
এসময় উপস্তিত ছিলেন,উপজেলা প্রানী সম্পদ বিভাগের কর্মকর্তা জয়দেব কুমার সিংহ,বিজিবি দৌলতপুর ক্যাম্পের সুবেদার আব্দুল জলিল,পোর্ট থানার ওসি অপূর্ব হাসান, ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,আব্দুল হামিদ প্রমুখ। দৌলতপুর মৌজায় সাড়ে ৭বিঘা জমির উপর করিডর করা হয়। যার ইজারাদার হিসাবে টেন্ডার পেয়েছেন ঢাকার তোপখানার এসএম নাজিম উদ্দিন আহম্মেদ,সহযোগি হিসাবে বেনাপোলের চেয়ারম্যান বজুলুর রহমান,আব্দুল হামিদ ও জসিম উদ্দিন ঘাট (খাটালটি) পরিচালনা করবেন। প্রথম দিনেই ৪ টি গরু উঠেছে দৌলতপুর পশু খাটালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *