আড়াইহাজারে উপজেলা প্রভাকরদী সেতু উদ্বোধন ও বিশাল গণ-সমাবেশে মন্ত্রী ওবায়দুল কাদের

DSC04295
মনিরুল ইসলাম (আড়াইহাজার নারায়ণগঞ্জ : গত ৪ সেপ্টেম্বর ২০১৫ শুক্রবার মদনপুর আড়াইহাজার নরসিংদী সড়কে বহু আকাঙ্খিত প্রভাকরদী সেতু শুভ উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মন্ত্রী পরে এ.এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, মাননীয় সাংসদ নারায়ণগঞ্জ-২, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, আলহাজ্ব মোঃ লাক মিয়া, চেয়ারম্যান ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ, শহিদুল ইসলাম ফরিদ, সভাপতি ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামীলীগ, আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ব্রাহ্মন্দী ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ মোফাজ্জল হোসেন খোকা, সাধারণ সম্পাদক ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ। উক্ত সভায় সভাপতিত্ব করেন, আলহাজ্ব শাহজালাল মিয়া, সভাপতি উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা চেয়ারম্যান, অনুষ্ঠানটি পরিচালনা করেন, এ্যাডভোকেট আব্দুর রশীদ ভূইয়া, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, স্থানীয় এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এলাকার বিভিন্ন রাস্তাঘাটের সমস্যার কথা তুলে ধরেন এর মধ্যে ছিল মদনপুর-আড়াইহাজার-নরসিংদী সড়ক প্রশস্ত করণ, ভূলতা গাউছিয়া হইতে আড়াইহাজার মানিকপুর ফেরীঘাট সড়ক মেরামত, আড়াইহাজার বাজারের ড্রেন মেরামত, রামচন্দ্রদী-কড়ইতলা সেতু নির্মাণ এবং আড়াইহাজারে একটি বাস টার্মিনাল। মাননীয় মন্ত্রী মদনপুর-আড়াইহাজার-নরসিংদী সড়কটি ১২ ফুট থেকে ১৮ ফুটে প্রশস্ত করার আশ্বাস দেন। ভূলতা-গাউছিয়া-আড়াইহাজার-মানিকপুর-ফেরীঘাট সড়কটি মেরামতের আশ্বাস দেন, আড়াইহাজার বাজারের ড্রেন সংস্কার করার আশ্বাস দেন এবং আড়াইহাজারে একটি বাস টার্মিনাল করার ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *