গোপালপুর ও ভূঞাপুরে বন্যা পরিস্থিতির অবনতি
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :যমুনা নদীর পানি বৃদ্ধির কারণে টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বন্যা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করেছে।উপজেলার ঝাওয়াইল ও হেমনগর এবং ভূঞাপুর উপজেলার গাবসারা, নিকরাইল, অর্জুনা, গোবিন্দাসী ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে জানা গেছে। এসব এলাকায় বিশুদ্ধ খাবার পানি সঙ্কট দেখা দিয়েছে। অধিকাংশ নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর তীরবর্তী এলাকায় প্রতিদিনই একের পর নতুন করে পানিবন্দি হয়ে পড়ছে মানুষ।