দর্শনায় পুলিশের মাদক বিরোধী সভা

হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে পুলিশিং কমিটির আয়োজনে বুধবার বিকেল পাঁচটায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
দর্শনা পৌর পুলিশিং কমিটির আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশীদুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরক্তি পুলিশ সুপার বেলায়েত হোসেন, দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান, দামুড়হুদা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি হানিফ মন্ডল, দর্শনা পৌর পুলিশিং কমিটির সদস্য সচিব মো. রুস্তম আলী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আলী মুনসুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ ও দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক বিশিষ্ট সাহিত্যিক আবু সুফিয়ান।
অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মো. রশীদুল হাসান তার বক্তব্যে বলেন, সীমান্তবর্তী দর্শনা এলাকার মাদক ব্যবসায়ী ও তাদের গডফাদারদের তালিকা এখন পুলিশের হাতে। তারা যতই ক্ষমতাধর হোক, যে দলের ছত্রছায়ায় থাকুক না কেন, তাদের ধরে আইনের আওতায় এনে এলাকার মাদক নির্মূল করে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ এখন অঙ্গিকারবদ্ধ। এ জন্য তিনি এলাকার সব শ্রেনী-পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *