সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে হবে : কেসিসি মেয়র
খুলনা অফিস: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান উন্নয়ন সহযোগীদের প্রতি খুলনাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে অধিক অর্থ বরাদ্দের আহবান জানিয়েছেন। তিনি বলেন, খুলনা মহানগরী সহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন জাতিসংঘ সহ বিভিন্ন দাতা গোষ্ঠীর অবদান রয়েছে। আগামীতেও উন্নয়ন সহযোগিতায় এতদাঞ্চলের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। সিটি মেয়র বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। সিটি মেয়র আজ বুধবার দুপুর ১২টায় নগর ভবনে জাতিসংঘের দু’সদস্যের প্রতিনিধির সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। খুলনা মহানগরী এলাকায় ইউনাইটেড নেশনস্্ ডেভেলপমেন্ট এ্যাসিসট্যান্স ফ্রেম ওয়ার্ক কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেসিসি পরিচালিত ‘নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় এ ফ্রেমওয়ার্ক কর্মসূচী গ্রহণ করা হবে। এ সময় জাতিসংঘের সিনিয়র ইভালুয়েশন স্পেশালিস্ট ও টীম লিডার জোয়েল বিসকা, ঢাকা বিশ্ববিদ্যালয়েল সোসিওলজি বিভাগের প্রফেসর সালমা আক্তার, জার্মানীর ব্রিমেন ইউনিভার্সিটির প্রফেসর ড. বিভূতি ভূষন রায়, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, ‘নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জাতিসংঘের প্রতিনিধিদ্বয় খুলনাঞ্চলে ২০১২ থেকে ২০১৫ পর্যন্ত জাতিসংঘের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।