টাঙ্গাইলে পিস্তল ও গুলিসহ দু’জন গ্রেপ্তার
মো. আল-আমিন খান: টাঙ্গাইলে অস্ত্রসহ দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ভারতের তৈরি একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেলটিয়া গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে মো. শামছুল হক(২০) ও একই এলাকার খোদাবক্সের ছেলে শহীদুল ইসলাম(১৪)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানীর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-১২ সূত্র জানায়, বঙ্গবন্ধুসেতু পূর্ব পাড়ের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানী এলাকায় অস্ত্র বিক্রি হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র্যাবের কোম্পানী কমান্ডার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে র্যাবের একটি দল বঙ্গবন্ধুসেতুর পূর্ব পাড় এলাকায় অভিযান চালায়। এসময় চায়না কোম্পানীটির সামনে দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করায় তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশী চালিয়ে ভারতের তৈরি একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি জব্দ এবং ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়।