বাগেরহাট থেকে অপহৃত কিশোর জিয়াউলকে ঢাকা থেকে উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী থেকে অপহৃত কিশোর জিয়াউলকে রাজধানীতে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের হাত থেকে উদ্ধার করেছে পুলিশ। গত দুু’দিনে পুলিশের চিরুনি অভিযানের মুখে অপহরণকারী চক্র ওই কিশোরকে একটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ জিয়াউলকে উদ্ধার করে এলাকায় নিয়ে আসলে, তার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। চিতলমারী থানার এসআই ফিরোজ আলম জানান, উপজেলার উমাজুড়ি গ্রামের আলী হায়দার শেখের পুুত্র জিয়াউল ইসলামকে গত ২৫ আগষ্ট সোহেল নামে এক যুবক চাকরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যায়। সেখানে নেয়ার পর তাকে আটকে রেখে মোবাইল ফোনে জিয়াউলের পিতার কাছে সাড়ে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে ব্যর্থ হলে জিয়াউলকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ২৮ আগষ্ট সোহেলকে আসামি করে জিয়াউলের পিতা আলী হায়দার শেখ চিতলমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ২৯ আগষ্ট চিতলমারী থানার এসআই ফিরোজ আলমসহ ৪-৫ জনের এক দল পুলিশ সোহেলের মোবাইলের কললিষ্ট ধরে রাজধানীর গাজীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল ও তার লোকজন অবস্থান পরিবর্তন করে। পরে টঙ্গি ও গুলশান পুলিশের সহায়তায় চিরুনি অভিযান চালালে, সোমবার সন্ধ্যায় গুলশান পুলিশ প্লাজার কাছে প্রধান সড়কের পাশে জিয়াউলকে ফেলে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ সোমবার অপহৃত জিয়াউলকে উদ্ধার করে এলাকায় নিয়ে এসেছে। সোহেল সক্রিয় অপহরণকারী দলের সদস্য বলে পুুলিশের কাছে অভিযোগ রয়েছে।