চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগমের বিরুদ্ধে ভাতার টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের কারনে দোষ চাপিয়ে দু’ইউপি সদস্যকে হত্যার হুমকি; থানায় সাধারণ ডাইরি

Chuadanga Kutubpur Up Mamber Mahabub & Alauddin (1) 01.09.2015হাবিবুর রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগমের বিরুদ্ধে গত রবিবার চুয়াডাঙ্গার স্থানীয় একটি পত্রিকায় বিধাবা, বয়স্ক প্রতিবন্ধী ভাতা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশিত হলে ওই সদস্যের প্ররোচনায় তার স্বামী পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির আত্মস্বীকৃত নেতা পুলিশের তালিকার পুরস্কার ঘোষিত সন্ত্রাসী ভারতে পলাতক শাহাজাহনকে দিয়ে কুতুবপুর ইউনিয়নের দু’জন ইউপি সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয়। এই হুমকির পাওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে শম্ভু নগর গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে ১ নন্বর ওয়ার্ডে ইউপি সদস্য মাহবুবুর রহমান ও বোয়ালিয়া গ্রামের মরহুম খাজের আলী মন্ডলের ছেলে ২ নম্বর ইউপি সদস্য আলাউদ্দিন আজ সোমবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডাইরি করেছে। সাধারণ ডাইরি নম্বর ১৫৩৭। সাধারণ ডাইরিতে বলা হয়, গত রবিবার সংরক্ষিত ইউপি সদস্য হাসিনা বেগমের বিরুদ্ধে বয়স্ক, বিধাবা ও প্রতিবন্ধী ভাতা আত্মসাতের খবর প্রকাশিত হলে, সাংবাদিকদের তথ্য দেওয়ার অভিযোগ তুলে দু’জন ইউপি সদস্যের ওপর দোষ চাপায় হাসিনা বেগম। এরপর গত রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় তার স্বামী পুলিশের তালিকাভূক্ত কুখ্যাত দাগী সন্ত্রাসী ভারতীয় +৯১৭২০২৯৫৭১৬ নম্বর থেকে ইউপি সদস্য আলাউদ্দিনের মোবাইল ফোনের ০১৭১৪-৪৪৩৮৪৬ নম্বরে এবং ইউপি সদস্য মাহবুবুর রহমানকে ওই দিন রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে +৯১৮১২৮৫৬২১৪৭ নম্বর থেকে তার মোবাইল ফোনের ০১৭৩২-২২২২২৬ নম্বরে ফোন করে তাদের দু’জনকেই হত্যার হুমকি দেয়। এ কারনে তারা জীবনের নিরাপত্তার অভাব বোধ করে চুয়াডাঙ্গা সদর থানায় সাধারণ ডাইরি করে। চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের দু’জন ইউপি সদস্যের জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডাইরির বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *